জেলে পল্লীতে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা পূর্ব পরিকল্পিত: স্পিকার

0
8

জাতীয় সংসদের স্পিকার ও রংপুরের পীরগঞ্জ আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জেলে পল্লীতে আগুন দেওয়া ও লুটপাটের ঘটনা পূর্ব পরিকল্পিত। এ হামলায় বহিরাগতরাও অংশ নিয়েছিল। এ ঘটনায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার করিমগঞ্জ মাঝিপাড়া এলাকা পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছেন। আমরা ওই সময়ে পুলিশের পাশাপাশি সেখানে বিজিবি, র‌্যাব ও ফায়ার সার্ভিস পাঠিয়েছি। তাদের চেষ্টা আগুন নেভানো সম্ভব হয়েছে। কিন্তু তারপরও ২৮টি বাড়ি পুড়ে গেছে। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।

এ সময় রংপুরের বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে