অত্যন্ত হৃদয়বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা….. লইসকার বিলে নৌকাডুবিতে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করছি।

0
23

করোনা কালের কঠিন এই সময়ে নৌকাডুবির ঘটনাটি মানতে পারছেন না নোঙর পরিবার সহ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। করোনা আক্রান্ত হয়ে প্রতিদিন মানুষ চলে যাচ্ছে না ফেরার দেশে। এর মধ্যে আবার লইঙ্কার বিলে নৌকা ডুবে অনেক মানুষের প্রাণহানি হল। অর্ধশতাধিক এখনোও নিখোঁজ রয়েছে। তাদের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠছে চার পাশ। সত্যি বলতে আমি কোন ভাবেই নিজেকে সন্তনা দিতে পারছি না।

নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ, তিনি বলেন পরো পৃথিবী করোনার এই ভয়ংকর ক্রান্তিকালে এমন দুর্ঘটনা কোনো সান্তনা দেয়ার মত আমার জানা নেই। ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা আর একটিও যেন না ঘটে এমন বাংলাদেশ দেখার প্রত্যাশা করি। সকল শহীদের জন্য সৃষ্টিকর্তার নিকট জান্নাত কামনা করছি। নোঙর ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ বলছেন, লইকার বিলে নৌকা ডুবির ঘটনায় নিরীহ মানুষদের প্রাণহানিতে আমরা নোঙর পরিবার মর্মাহত ও শোকাহত।

অত্যন্ত হৃদয়বিদারক মর্মান্তিক একটি দুর্ঘটনা….. লইসকার বিলে নৌকাডুবিতে নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করছি।

 

প্রচার সম্পাদক: সোহেল খান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা

নোঙর নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে