নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়

0
20

আগামী রবিবার (১ আগস্ট) খুলে দেওয়া হবে রফতানিমুখী সব ধরনের কল-কারখান। সরকারের এমন ঘোষণার পরপরই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার বাংলাবাজার ফেরিঘাটে সকাল থেকেই কর্মস্থলে ফেরা শ্রমিকদের আনাগোনা বাড়তে শুরু করে। গণপরিবহন বন্ধ থাকায় খোলা ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি, মাহেন্দ্র, অটো ও মোটরসাইকেল যোগে কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে গাদাগাদি করে গন্তব্যে রওয়ানা দিয়েছেন তারা। কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষের ভিড় বাড়তে থাকে ফেরিঘাটে।

এদিকে বাংলাবাজার থেকে শিমুলিয়া ঘাটে যাওয়া প্রতিটি ফেরিতেই যাত্রীদের চাপ রয়েছে। ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন রয়েছে যার মধ্যে পণ্য বোঝাই ট্রাকের সংখ্যাই বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে