


নীল তিমি শুধুমাত্র জীবন্ত প্রাণীর মধ্যে আজ বৃহত্তম নয়, সম্ভবত এটি সর্বকালের সর্ববৃহৎ।
নীল তিমি গ্রহের সবচেয়ে বড় প্রাণী। একটি নীল তিমি প্রায় ৩৩টি হাতির সমান,ওজন ১৮০ টনের বেশি, এটি ৩০ মিটারের বেশি লম্বা হতে পারে ।
নীল তিমির হার্টের আকার একটি ছোট গাড়ির সমান।এদের প্রধান খাদ্য ক্রিল ও জু প্লাংকটন।একটি নীল তিমি মৌসুমে প্রতিদিন চার টন পর্যন্ত ক্রিল (এক ধরনের ছোট চিংড়ি) ভক্ষন করে।
মজার ব্যাপার হলো নীল তিমি কিন্তু মোটেই নীল নয়, পানির নিচে থাকলে এটাকে দেখতে নীল মনে হয়। এটার আসল রং অনেকটা ফ্যাকাশে। আলোর প্রতিফলনের ফলে পানির নীচে একে দেখতে নীল দেখায় তাই সবাই পৃথিবীর সবচেয়ে বড় এ প্রাণীটিকে নীল তিমি নামেই ডাকে। আর একটি কথা তিমি কিন্তু মাছ নয়। যদিও আমারা অনেকেই একে তিমি মাছ বলে জানি।
নীল তিমি পৃথিবীর সবচেয়ে উচ্চস্বর শব্দ সৃষ্টি করার ক্ষমতা সম্পন্ন প্রাণী, একটি জেট ইঞ্জিনের চেয়েও উচ্চস্বরে এরা শব্দ করতে পারে। তিমির শব্দের তীব্রতা ১৮৮ ডেসিবেল পর্যন্ত পৌঁছায় এবং একটি জেটের শব্দের তীব্রতা সর্বোচ্চ ১৪০ ডেসিবেল হতে পারে।
নীল তিমি অন্যান্য নীল তিমিদের আকর্ষণ করতে কম ফ্রিকোয়েন্সি শিস নির্গত করে যা শত শত মাইল দূর হতে শোনা যায়।
আইইউসিএন রেড লিস্ট অনুযায়ী নীল তিমি “ গুরুতরভাবে বিপন্ন ′′ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে।
নীল তিমির গড় আয়ু প্রায় ৮০ বছর অনুমান করা হয়।



লেখক- বেলাল হায়দার পারভেজ