বিজিএমই কে উত্তরায় অফিস ভবন করার জন্য জমি দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

0
518


মঙ্গলবার, ৭ মার্চ ২০১৭ (নোঙরনিউজ ডটকম): বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমই কে উত্তরায় অফিস ভবন করার জন্য জমি দেওয়া হবে।

সেখানে আগামী দুই তিন বছরের মধ্যেই তারা নিজেদের ভবন নির্মাণ করতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহম্মেদ আল বিয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ‘কাতার বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশে একশ ইপিজেডের মধ্যে কাতারের ব্যবসায়ীরাও একটিতে বিনিয়োগ করতে পারেন। এ বিষয়ে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে