রিবন ইল: পুরুষ হয়ে জন্ম, নারীতে রুপান্তরিত হয়ে মৃত্যু

0
55

সাপের মতো দেখতে মনে হলেও ইল এক ধরনের মাছ। এরা সাগর মোহনা কিংবা মিঠাপানিতে বিচরণ করে। পৃথিবীতে প্রায় ২০০ প্রজাতির ইল পাওয়া যায়।

বাংলাদেশেও ইল আছে। এদের কুচে, কুঁচিয়া, কুইচা কিংবা কুইচ্চা বলা হয়। দেখতে কালচে রঙের।

https://www.facebook.com/bhpervez

কিন্তু ইন্দো-প্যাসিফিক মহাসাগরে নজরকাড়া এক ধরনের ইল পাওয়া যায়। এদের ইংরেজি নাম Ribbon Eel. সাগরে থাকার কারণে এদের সামুদ্রিক কুইচ্চা বলা হয়। এদের দেহ দেখতে রঙিন ফিতার মতো।

জীবনের বিভিন্ন সময় এই রঙের পরিবর্তন হয়। সেই সঙ্গে লিঙ্গও পরিবর্তন হয়। এরা পুরুষ হিসেবে জন্ম নেয়। তখন দেহের রং থাকে কালচে। সদ্য জন্ম নেয়া পুরুষ ইল ধীরে ধীরে বড় হয়ে পূর্ণাঙ্গ পুরুষ ইলে পরিণত হয়। তখন দেহ নীল দেখায়, পাখনায় হলদে রঙের সংমিশ্রণ ঘটে।

এই পুরুষ ইল বড় হতে হতে এক সময় প্রায় ৪ ফুট পর্যন্ত লম্বা হয় এবং দেহ হলুদ রং ধারণ করে স্ত্রীতে রূপান্তরিত হয়। এরা স্বাভাবিকভাবে ডিম পাড়ে ও বাচ্চা ফুটায়।

সৌন্দর্যের কারণে ইলকে প্রকৃতি থেকে সংগ্রহ করে অ্যাকুরিয়ামে বন্দি করা হচ্ছে। ফলে এদের সংখ্যা কমে যাচ্ছে। তাই প্রকৃতি থেকে এদের আহরণ বন্ধে সব প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

লেখক: বেলাল হায়দার পারভেজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে