সংসদে আস্থা ভোটে হেরে যাওয়ার এক সপ্তাহ পর সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোভেন সোমবার পদত্যাগ করেছেন।
তার ক্ষমতা ছেড়ে দেয়ায় স্পিকারকে এর স্থলাভিষিক্ত কে হবেন তা এখন খুঁজতে হবে। খবর এএফপি’র।
গত সপ্তাহে ভোটে অনাস্থার কারণে লোভেনের সামনে অন্তর্বর্তী নির্বাচন আহ্বান অথবা পদত্যাগের পথ তৈরী হয়।
কোভিড-১৯ মহামারী সৃষ্ট কঠিন পরিস্থিতির উল্লেখ করে পরবর্তী সাধারণ নির্বাচন এক বছর দূরে থাকার প্রেক্ষাপটে এক সংবাদ সম্মেলনে লোভেন বলেন, একটি অন্তর্বর্তী নির্বাচন "সুইডেনের পক্ষে খুব ভালো হবে তা নয়।”
স্বত্বাধিকারী নোঙর নিউজ | ও সম্পাদক - সুমন শামস
Developed by KetNey Pvt .Ltd. and UnivaHost