করোনায় আক্রান্তদের খোঁজ খবর নেওয়া নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে: নিক্সন চৌধুরী

0
29
মজিবুর রহমান চৌধুরী নিক্সন

ফরিদপুর-৪ আসনের সাংসদ ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, করোনায় আক্রান্ত সকলের খোঁজ খবর নেওয়া আমাদের সকলের নৈতিক দায়িত্ব। করোনায় আক্রান্তরা এমনিতেই ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। তাদেরকে সাহস দিয়ে সকলকে সচেতন হয়ে জীবন যাপন করতে হবে। একই সাথে সমাজের বিত্তশালীরা করোনায় ক্ষতিগ্রস্থ্যদের পাশে দাঁড়িয়ে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।

শুক্রবার (২৫ জুন) সকালে আজিমনগর ইউনিয়নে নিক্সন চৌধুরীর নিজ বাসভবনে করোনায় আক্রান্তদের ফোন করে খোঁজ খবর নেন তিনি। এসময় প্রত্যেক করোনা রোগীর জন্য জরুরি ওষুধ, ফলসহ পুষ্টিকর খাবার ঘরে ঘরে পৌঁছে দেয় নিক্সন চৌধুরীর স্বেচ্ছাসেবক টিম।

No description available.শুক্রবার সকালে এমপি নিক্সন চৌধুরী তার দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কার্যক্রম পরিদর্শন করেন।

No description available.করোনায় আক্রান্তদের বিভিন্ন সামগ্রী তাদের হাতে পৌছে দেওয়া কার্যক্রম অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রিয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল দাস, ঘারুয়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক শফিউদ্দিন মোল্লা, কালামৃধা ইউপি চেয়ারম্যান লিঠু মোল্লা, আওয়ামী লীগ নেতা এ্যাপোলো নওরোজ, মতিয়ার রহমান, ভাঙ্গা বাজার বনিক সমিতির সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, তরুণ সমাজসেবক মনসুর মুন্সি প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে