হু হু করে বাড়ছে করোনা। গত ২৪ ঘন্টায় মোট ১০৮ জ নের মৃত্যু হয়েছে। যাহা এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
বিশেষজ্ঞরা বলছেন এটা করোনার তৃতীয় ঢেউ হতে পারে। এজন্য ঈদকে সামনে রেখে আসতে পারে শাটডাউনের মত গৃহীত পদক্ষেপ। খুব তাড়াতাড়ি এ বিষয়ে ঘোষণা আসতে পারে।
গত ২৪ ঘন্টায় ২৭,৫৫৩ জনের নমুনা পরীক্ষায় ৫,৮৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১.২২। দেশের সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে ২৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে এবং ২৩ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে।
রাজধানীর বিভিন্ন হাসপাতালে রোগীদের প্রচণ্ড চাপ বাড়ছে। অসংখ্য রোগী ভর্তি হওয়ার মত জায়গা পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন ভ্যাকসিন এর অভাবে দেশে করোনা নিয়ন্ত্রণ হচ্ছেনা। অনেক সাধারণমানুষ করোনা আতঙ্কে ভুগছে।
স্বত্বাধিকারী নোঙর নিউজ | ও সম্পাদক - সুমন শামস
Developed by KetNey Pvt .Ltd. and UnivaHost