শ্রীলঙ্কা দলের সবাই করোনা পরীক্ষায় নেগেটিভ

0
8

শ্রীলঙ্কা ক্রিকেট দলের প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

আগামীকাল মঙ্গলবার (১৮ মে) দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে। দ্বিতীয় পরীক্ষায় ফল নেগেটিভ এলেই তাদের মাঠে নামতে বাধা থাকবে না।

ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিনটি ওয়ানডে খেলতে রবিবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কার ক্রিকেট দল। ঢাকায় নেমে তারা তিনদিনের রুম কোয়ারেন্টিনে চলে যায়। বিমানবন্দর থেকে তাদের নিয়ে যাওয়া হয় হোটেল সোনারগাঁওয়ে।

হোটেলে কোয়ারেন্টিনে প্রবেশের আগে কোভিড পরীক্ষার নমুনা দিয়েছিলেন তারা। প্রত্যেকের করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। রাতেই তাদের রিপোর্ট হাতে পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সহকারী চিকিৎসক মনজুর হোসেন জানান, শ্রীলঙ্কা দলের প্রথম কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। মঙ্গলবার দ্বিতীয়বার কোভিড পরীক্ষা করানো হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে