পদ্মায় ভেসে উঠলো ডুবে যাওয়া সেই মাইক্রোবাস চালকের মরদেহ

0
27

ঝড়ের কারণে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের তার ছিঁড়ে পদ্মায় ডুবে যাওয়া মাইক্রোবাসের চালক মারুফ হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার (১৩ মে) সকাল সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও পাটুরিয়ার ডুবুরি দল।

চালক মারুফ হোসেনের বাড়ি সিলেট হলেও তিনি ঢাকার রামপুরায় থাকতেন। তিনি তিন কন্যাসন্তানের বাবা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি মো. মুন্নাফ আলী শেখ গণমাধ্যমকে জানান, সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচের দিকে পদ্মায় একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেন। খবর পেয়ে ডুবুরি দল মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মারুফ হোসেনের পরিবারের সদস্যদের এ বিষয়ে খবর দেওয়া হয়।

দৌলতদিয়া ঘাট প্রান্তে মঙ্গলবার (১১ মে) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার সৃষ্টি হয়। ঝড়ো হাওয়ায় দৌলতদিয়া ফেরি ঘাটের ৫ নম্বর ঘাটের ফেরিতে গাড়ি উঠার র‌্যামে অবস্থানরত ঢাকা মেট্রো-চ- ১৪-২৬০৮ একটি মাইক্রোবাস পদ্মা নদীতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও পাটুরিয়ার ডুবুরি দল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে