গাইবান্ধায় কলাগাছের বাকল থেকে সুতা উৎপাদন!

0
15

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে কলাগাছের বাকল থেকে আঁশ উত্পাদন করা হচ্ছে।

ঐ গ্রামের মোজাম উদ্দিন বলেন, ‘কলাগাছের আঁশ থেকে তেরি সুতায় হতে পারে কাপড়, শপিংব্যাগসহ নিত্যপ্রয়োজনীয় অনেক জিনিস।’

কারিগরি জ্ঞানসম্পন্ন মোজাম নিজেই দীর্ঘ চেষ্টার পর তৈরি করেন আঁশ উত্পাদনের একটি মেশিন। উপজেলা কৃষি কর্মকর্তা খালেদুর রহমান বলেন, ‘কলাগাছের বাকল থেকে আঁশ উত্পাদন কার্যক্রম পরিদর্শন করেছি। আঁশের নমুনা সংগ্রহ করে গুণগত মান যাচাইয়ের জন্য ঢাকায় পাঠিয়েছি। মান বিবেচনায় আঁশের চাহিদা পাওয়া যায়, তাহলে উদ্যোক্তা মোজাম উদ্দীনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে