জয়ের পর প্রথম কাজ কোভিড মোকাবিলা: মমতা

0
13
পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

বিজেপিকে অনেকখানি পিছনে ফেলে ম্যাজিক ফিগারের অনেক বেশি আসন নিয়ে আবারও পশ্চিম বাংলায় ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস। বাংলার মেয়ের কাছেই রইলো বাংলা।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ১৪৮টি আসনের। তবে তৃণমূল ২১০টিরও বেশি আসন পেয়েছে। নিজেদের পরাজয় মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে বিজেপি।

জয়ের পর রবিবার (২ মে) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম কাজ হবে কোভিড মোকাবিলা। এখন বিজয় মিছিল নয়। কোভিডে অনেকে আক্রান্ত, তাদের জন্য কিছু করুন।

মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উপস্থিত দলীয় সমর্থকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শের পাশাপাশি জয়ের জন্য সবাইকে অভিনন্দন জানান তিনি।

জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেনরা। পাশাপাশি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন রাজনাথ সিং, নির্মলা সীতারমণও।

এবারের নির্বাচনের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা লড়াই করেছিলেন নন্দীগ্রাম থেকে। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল দলের এই নেত্রী ১০ বছর ধরে রাজ্যের ক্ষমতা ধরে রেখেছেন। এবার তিনি তৃতীয় মেয়াদে পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে যাচ্ছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে