বিশ্বে করোনায় মোট মৃত্যুর ২৫ শতাংশই ভারতে

0
7

ভারতে করোনা মহামারির প্রাদুর্ভাব এখন বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রতিদিনই ৩ লাখের বেশি লোকের মাঝে নতুন করে ভাইরাসটি শনাক্ত হচ্ছে।

আর মৃত্যুর সংখ্যা দৈনিক আড়াই হাজারের অধিক। সবমিলিয়ে এই মুহূর্তে বিশ্বে করোনায় মোট মৃত্যুর ২৫ শতাংশই (এক-চতুর্থাংশ) ভারতে।

গত ১২ এপ্রিল পুরো বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৩০৩ জন। ওইদিন কেবল ভারতেই মারা গেছেন ৩ হাজার ২৯৩ জন। অর্থাৎ বিশ্বে প্রতি চার মৃত্যুর মধ্যে একজন ভারতে। আজ শুক্রবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

এদিকে, ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে তিন লাখ ৮৬ হাজার। এ নিয়ে টানা নবম দিনে তিন লাখের ওপর সংক্রমণ দেখলো ভারত। একইসময়ে মৃত্যুবরণ করেছেন তিন হাজার ৪৯৮ জন।

পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্ত বাড়লেও একদিনে মৃত্যু কমেছে দেশটিতে। গতকাল প্রাণহানির সংখ্যা ছিল তিন হাজার ৬৪৫, তখন নতুন রোগী শনাক্ত হয়েছিল তিন লাখ ৭৯ হাজার।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো দুই লাখ আট হাজার ৩৩০। মোট আক্রান্ত ছাড়িয়েছে এক কোটি ৮৭ লাখ। অন্যদিকে নতুন আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আছে ৬৬ হাজার ১৫৯ জন, এখানে মারা গেছেন ৭৭১ জন। মহারাষ্ট্রের পরে কেরালা, কর্ণাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু এবং দিল্লিতে সংক্রমণ সবচেয়ে বেশি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে