মাছের বদলে জাল ‘শিকার’ অভিযান

0
39

সম্প্রতি উত্তর গ্রিসের সমুদ্রপৃষ্ঠ থেকে দুই টন প্লাস্টিকের জাল সরিয়ে নেওয়ার কাজ করেন গ্রিক ও ডাচ ডুবুরিরা৷

‘হেলদি সিস’ নামক সংগঠনের উদ্যোগে চালানো হয় এই অভিযান৷ ২০১৩ সাল থেকে এ ধরনের ৪৫৩ টন পরিত্যক্ত জাল উদ্ধারের কথা জানিয়েছে সংগঠনটি৷

লিফটিং ব্যাগে উঠে আসে জাল

পানির নীচ থেকে জাল তুলে আনার জন্য ডুবুরিরা ব্যবহার করে থাকেন লিফটিং ব্যাগ৷ সমুদ্রতলে গিয়ে সেই লিফটিং ব্যাগ পরিত্যক্ত জালের সঙ্গে সংযুক্ত করে দেন তাঁরা৷ জাল উপরে উঠে এলে টেনে তোলা হয় ক্রেন দিয়ে৷

ঝুঁকির মুখে বিপন্ন প্রাণী

প্লাস্টিকের তৈরি অপচনশীল জাল সমুদ্রপৃষ্ঠে থেকে যেতে পারে শত শত বছর৷ এমনিতে চোখে না পড়লেও সামুদ্রিক প্রাণী এতে সহজেই আটকা পড়তে পারে৷ গ্রিসের স্ট্রাটোনি এলাকায় আবাস রয়েছে সামুদ্রিক কচ্ছপ, সীল আর ডলফিনের মতো প্রাণীর৷ জালের কবলে ঝুঁকির মধ্যেই থাকতে হয় বিপন্ন প্রজাতির ওইসব প্রাণীকে৷

প্রতি বছর জমে ৬ লক্ষ ৪০ হাজার টন জাল

‘হেলদি সিস’ সংগঠনের গবেষণা বলছে, প্রতি বছর সমুদ্রের তলদেশে ৬ লক্ষ ৪০ হাজার টন পরিত্যক্ত জাল জমা হয়, যা পৃথিবীর নানাপ্রান্তে সমুদ্রতলের পরিবেশ আর জীববৈচিত্র্যকে ঝুঁকির মুখে রাখছে প্রতিনিয়ত৷

রিসাইক্লিংয়ে হবে মূল্যবান পণ্য

স্ট্রাটোনি এলাকার এসব পরিত্যক্ত জালকে রিসাইক্লিংয়ের পর মূল্যবান পণ্যে রূপান্তর করা হবে৷ অভিযান পরিচালনাকারী ‘হেলদি সিস’ জানিয়েছে এগুলোকে প্রথমে সুতায় রূপান্তর করা হবে, এরপর তৈরি হবে মোজা, কার্পেট, খেলাধুলা ও সাঁতারের পোশাকসহ বিভিন্ন মূল্যবান পণ্য৷ DW

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে