মহাসমুদ্রে প্লাস্টিক, দায় কার?

0
66
সমুদ্র দূষণ

মুখে ধরা প্লাস্টিকের এই মগটি পেটে গেলেই মৃত্যু হতে পারে দীর্ঘজীবী কচ্ছপটির৷ প্লাস্টিক দূষণে এমন মারাত্মক অবস্থা তৈরি হয়েছে সমুদ্রতলে৷ ঝুঁকি বাড়ছে পানির তলদেশের জীবজগতে৷ গবেষণায় জানা গেছে, উৎপাদিত প্লাস্টিকের মাত্র নয় শতাংশ পুনর্ব্যবহার করা হয়েছে৷ অবশিষ্ট অংশ হয় পোড়ানো হয়েছে, না হয় ফেলা হয়েছে প্রকৃতিতে৷ কোনো-না-কোনোভাবে এসব প্লাস্টিক যাচ্ছে সমুদ্রে৷

প্লাস্টিকের ব্যবহার

গরীব দেশগুলোর চেয়ে ধনী দেশগুলোর মধ্যে প্লাস্টিকের ব্যবহার বেশি৷ কেনিয়া বা ভারতের তুলনায় অন্তত ১০ গুণ প্লাস্টিক ব্যবহার করে জার্মানি এবং উত্তর অ্যামেরিকা৷ ইউরোপ, উত্তর অ্যামেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলো বিপুল পরিমাণ প্লাস্টিক দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পুনর্ব্যবহারে রপ্তানি করে থাকে৷ আবর্জনার ভার সইতে না পেরে প্লাস্টিক আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মালেয়শিয়া ও ভিয়েতনাম৷

দায় কার?

বেশকিছু গবেষণায় দেখা যায়, সমুদ্রে প্লাস্টিক দূষণের জন্য অন্যায়ভাবে এশিয়ার দেশগুলোর ওপর দায় চাপানো হয়৷ জার্মানির হেল্মহোল্টজ সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিসার্চ বলছে, এশিয়ার আটটি আর আফ্রিকার দুটি মিলিয়ে মোট ১০টি নদী দিয়েই সমুদ্রে প্লাস্টিক আসছে৷ কিন্তু জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের জ্যামবেক রিসার্চ গ্রুপ তাদের গবেষণায় দেখিয়েছে, ইউরোপ আর নর্থ অ্যামেরিকা প্লাস্টিকের ব্যবহার বন্ধ করে দিলে দূষণও শেষ হয়ে যাবে৷

দুশ্চিন্তার বলিরেখা

চীন যখন প্লাস্টিক আবর্জনা আমদানি বন্ধের ঘোষণা দিল, তখন ধাক্কা খেলো উন্নত বিশ্ব৷ কারণ, বিপুল পরিমাণ আবর্জনার ক্রেতা ছিল চিন৷ গত কয়েকমাসে মালেয়শিয়া, ইন্দোনেশিয়া আর ফিলিপাইনস প্লাস্টিক আবর্জনাবাহী অনেক কন্টেইনার ফেরত পাঠিয়েছে ইউরোপ আর উত্তর অ্যামেরিকায়৷ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশকিছু দেশ প্লাস্টিক আমদানি ও ব্যবহার থেকে সরে যাচ্ছে৷ আর তাতেই উন্নত দেশগুলোর কপালে দুশ্চিন্তার বলিরেখা দেখা যাচ্ছে৷

দোষারোপের খেলা

প্লাস্টিক এমন এক বস্তু যা শত বছর ধরে অক্ষত থাকে৷ ১৯৫০ সাল থেকে হিসেব করলে দেখা যায়, অতীতে প্লাস্টিক ব্যবহার করেছে উন্নত দেশগুলো৷ এর বেশিরভাগের ঠিকানা হয়েছে সমুদ্র৷ বিশেষজ্ঞরা বলছেন, নৌযান থেকে বা অন্য উৎস থেকে কী পরিমাণ প্লাস্টিক সাগরে গেছে, তার কোনো পরিসংখ্যান নেই৷ এ কারণে একটি অঞ্চল আরেকটি অঞ্চলের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে যাচ্ছে৷ DW

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে