প্রধানমন্ত্রীর কাছে পিইসি, জেএসসি এবং এর সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর।

0
522

{CAPTION}
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আজ চলতি বছরের প্রাথমিক শিক্ষা সম্পূর্ণকরণ (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং এর সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার হচ্ছে ৯৩ দশমিক ০৬ শতাংশ। আজ সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মুস্তাাফিজুর রহমান পিইসি আর এবতেদায়ী পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। শেখ হাসিনার কাছে আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং একটি মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান তাদের নিজ-নিজ বোর্ডের জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন। জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩,৪৬,৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে এর মধ্যে পাস করেছে ২১,৮৩, ৯৭৫ জন শিক্ষার্থী। মোট পাসের হার হচ্ছে ৯৩ দশমিক ০৬ শতাংশ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে তাঁর সরকারের পদক্ষেপের কথা জোরালোভাবে তুলে ধরে বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারে না। তিনি এই বছরের পিইসি, জেএসসি, জেডিসি এবং এবতেদায়ী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। শিক্ষা সচিব সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মুস্তাফিজুর রহমান। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে