বুড়িগঙ্গার অসহায় মাঝি-মাল্লাদের জন্য নোঙর’র ইফতার বিতরণ

0
635

করোনা ভাইরাস মহামারিতে বাংলাদেশে অঘোষিত লক-ডাউনে সকল শ্রেণি পেশার মানুষের সাথে প্রত্যেকটি নদ-নদীর মাঝিরাও অসহায় হয়ে পড়েছে।

এ সময়ে দেশের সকল নদ-নদীর নৌকার মাঝি, জেলে ও বেদে পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য স্থানীয় বিত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসতে অনুরোধ করেন নোঙর সভাপতি সুমন শামস। তিনি বলেন আমারা সাধ্যমতো চেষ্টা করছি যা আগামী দিনেও অব্যাহত থাকবে।

এ পরিস্থিতি মোকাবেলায় শুক্রবার, ৮ মে ২০২০, দিনব্যাপী বুড়িগঙ্গা নদী পর্যবেক্ষণসহ ‘তিন শত’ খেয়া নৌকার মাঝি-মাল্লাদের মধ্যে এক ইফতার বিতরণ কর্মসূচি পাপলন করেছে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’।

ইফতার বিতরণের শুরু থেকেই বুড়িগঙ্গা নদীর দুই পাশ থেকে হাসিমুখে ছুটে আসতে থাকে খেয়া নৌকার মাঝিরা। কামরাঙ্গীরচর ঠোডা খেয়া ঘাট থেকে ইফতার বিতরণ শুরু করে বুড়িগঙ্গা নদীর খোলামোড়া ঘাট এবং কেরাণীগঞ্জ খেয়া ঘাটের গিয়ে শেষ হয়।

নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস এর নেতৃত্বে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের সম্মানিত কেন্দ্রীয় সদস্য মীর মোকাদ্দেস আলী, আমিনুল হক চৌধুরী, আনোয়ার হোসেন, মোহম্মদ শাজাহান, শরাফত আলী, সুমন মোস্তাফিজ, জিয়া কায়সার জনি ও এফ এইচ সবুজ।

এ ছাড়াও অংশগ্রহণ করেন ‘নোঙর-বুড়িগঙ্গা’ শাখার সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান, মোঃ মনির, শাহ নেওয়াজ শাহিন, মোঃ কামাল, খালেদা আক্তার কল্পনা ও চিত্রশিল্পী সবুর খান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে