গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি

0
303

অনেক নাটকীয়তার পর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাস সংক্রমণ নির্ণয়ের কিটের কার্যকারীতা পরীক্ষার অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এ ব্যাপারে ওষুধ প্রশাসন থেকে গণস্বাস্থ্য কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) অথবা আইসিডিডিআরবির যে কোনো একটিতে পরীক্ষা করার কথা বলা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি ইতোমধ্যে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিএসএমএমইউর উপাচার্য এবং আইসিডিডিআরবির নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ওষুধ প্রশাসন আমাদের উদ্ভাবিত কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য অনুমোদন দিয়েছে। আমার এতে একটা ধাপ এগিয়েছি। হয়তো আগামী শনি-রবিবার কিট সরবরাহ করা হবে। এই ট্রায়ালের সময় আমরা থাকবো না। তারা ইনডিপেনডেন্টলি করবেন।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে