


করোনাভাইরাসে বাংলাদেশে লকডাউন পরিস্থিতির মধ্য কমর্হীন হয়ে পড়া সাধারণ মানুষের সংকট আরো তিব্র হয়ে উঠেছে। নোঙর ঠিক এ সময় অসহায় ভাড়াটিয়াদের প্রতি সামর্থবাণ বাড়িওয়ালাদের সহযোগিতায় এগিয়ে আসার আহবানে রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন জেলায় অনেক মানবিক বাড়িওয়ালারা এগিয়ে এসেছেন।



এ আহবানে সাড়া দিয়ে আড়িয়াল খা নদী বিধৌত মাদারীপুর কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের পরিপত্তর গ্রামের আকন পরিবারের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আকনের তৃতীয় পুত্র নদী কর্মী আলহাজ্ব বাবুল আকন অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।
এ পসঙ্গে বাবুল আকন ‘নোঙর নিউজ”কে বলেন, দেশজুড়ে অঘোষিত লকডাউনে মানুষ গৃহবন্ধী হয়ে পড়েছে, অনাহারে দিন কাটাচ্ছে অনেক মানুষ। এ সময়ে আমার বাড়ির নিম্ন আয়ের ভাড়াটিয়াদের এক মাসের ভাড়া মওকুফ করেছি। পাশাপাশি গ্রামের অসহায়দের মধ্যে নগদ প্রায় দুই লক্ষ টাকা এবং খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করে ভালো লাগছে।



তিনি আরো বলেন, আমার বাড়িতে স্বল্প আয়ের ভাড়াটিয়ারা থাকেন। বর্তমানে করোনাভাইরাস সংক্রামন পরিস্থিতর কথা বিবেচনা করে আমি আমার সকল ভাড়াটিয়াদের একমাসের ভাড়া মৌকুফ করেছি।পাশাপাশি বাশগাড়ি ইউনিয়নের পিরিপত্তর গ্রামের কর্মহীন প্রবীণ মানুষের মধ্যে ১০০০ নগদ টাকাসহ খাদ্য সামগ্রী উপহার বিতরণ করতে পরে আমি আনন্দিত। এভাবে দেশের বিত্তবান সকলে এগিয়ে আসলে করোনা ভাইরাস আমাদের কোন সংকটে ফেলতে পারবে না।



চীনের উহান রাজ্য থেকে ছড়িয়ে পড়া ভয়ঙ্কর করোনাভাইরাস আজ সমগ্র পৃথিবী কে স্থির করে দিছে। এ পর্যন্ত দুই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন এই ভাইরাসে আক্রান্ত হয়ে। এই পরিস্থিতি মোকাবেলা করতে ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পরামর্শ অনুযায়ী বিশ্বের দুইশতাধিক দেশে ঘষিত এবং অঘষিত লকডাউন চলছে।একই সাথে বাংলাদেশের ৬০টি জেলায় ইতিমধ্য এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তাই সামাজিক দূরত্ব মেনে সকলকে নিরাপদে থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলহাজ্ব বাবুল আকন নোঙর-মাদারীপুর জেলা কমিটির সম্মিনিত সদস্য হিসেবে নদী নিরাপত্তার ভুমিকা পালন করছেন।