করোনা: ‘নোঙর-খুলনা জেলা’ কমিটির উদ্যোগে কর্মহীনদের খাদ্য সামগ্রী বিতরণ।

0
479
'নোঙর-খুলনা জেলা' কমিটির উদ্যোগে করোনাভাইরাস'র কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন জেলার আহবায়ক জনাব ইলিয়াস হোসেন লাবু। ছবি : নোঙর-খুলনা জেলা প্রতিনিধি

‘নোঙর-খুলনা জেলা’ কমিটির পক্ষ থেকে মহামারি করোনা ভাইরাসের কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেছে।

‘নোঙর-খুলনা জেলা’ কমিটির উদ্যোগে করোনাভাইরাস’র কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দিচ্ছেন জেলার আহবায়ক জনাব ইলিয়াস হোসেন লাবু। ছবি : নোঙর-খুলনা জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০, বিকাল ৫ ঘটিকায় খুলনা মিউনিসিপ্যাল ট্যাংক রোডে অবস্থিত কাউন্সিলর কার্যালয় এ খাদ্য সামগ্রী উপহার বিতরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত কবরখানার খাদেম, বিভিন্ন স্কুলের কর্মচারি ও পিয়নসহ খুলনা শহরের কর্মহীন ৫০ টি অসহায় পরিবারের কর্মহীনদের মধ্যে এই খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়। নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর-খুলনা’ জেলা কমিটির আহবায়ক জনাব ইলিয়াস হোসেন লাবু এবং জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হাসান শাওনের নেতৃত্বেন এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

‘নোঙর-খুলনা জেলা’ কমিটির উদ্যোগে করোনাভাইরাস’র কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দিচ্ছেন জেলার সদস্য সচিব মাহমুদুল হাসান শাওন ও সম্মানিত সদস্য বৃন্দ। ছবি : নোঙর-খুলনা জেলা প্রতিনিধি

‘নোঙর-খুলনা’ জেলা কমিটির আহবায়ক জনাব ইলিয়াস হোসেন লাবু বলেন, করোনা ভাইরাস মহামারির সময় অসহায় মানুষের পাশে দাড়ানো আমাদের সকলের দায়িত্ব। এটা নোঙর পরিবারের পক্ষ থেকে সাংগঠনিক চলমান একটি প্রক্রিয়া। আজ থেকে শুরু হলো যা আগামী দিনেও যতদিন সম্ভব চালিয়ে যাবো।

‘নোঙর-খুলনা জেলা’ কমিটির উদ্যোগে করোনাভাইরাস’র কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন জেলার সম্মানিত সদস্য। ছবি : নোঙর-খুলনা জেলা প্রতিনিধি

জেলা কমিটির সদস্য সচিব জনাব মাহমুদুল হাসান শাওন বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে আজ থেকে নোঙর-খুলনা জেলা কমিটির এই উপহার বিতরণ কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে চাই।কারণ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। খাদ্য সামগ্রী উপহার নিতে আসা ৫৯ টি পরিবারে প্রত্যেকের হাতে ৪ কেজি চাল, ১কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, হাফ কেজি লবন, হাফ লিটার তেল, ডেটল সাবান উপহার তুলে দেয়া হয়।

‘নোঙর-খুলনা জেলা’ কমিটির উদ্যোগে করোনাভাইরাস’র কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন জেলার সম্মানিত সদস্য। ছবি : নোঙর-খুলনা জেলা প্রতিনিধি

অসহায় কর্মহীনদের উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন নোঙর খুলনা জেলা শাখার সদস্য মোস্তাইন বীন ইদ্রীস চঞ্চল, শাহারিয়ার ইসলাম, রফিকুল ইসলাম রফিক, নাজমুল হোসেন চৌধুরী, পাপ্পু সরকার, এমাজ উদ্দিন রিপন, বাহাদুর হোসেন, টিপন মোড়ল, মো. জুয়েল তালুকদার, মো. আব্দুল হক, মো. জুয়েল মুন্সি।

এ প্রসঙ্গে নোঙর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সুমন শামস আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘নোঙর-খুলনা’ জেলা কমিটির সকল সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে করোনা দূযোর্গে দেশের খেটে খাওয়া অসহায় কর্মহীন মানুষের পাশে থাকার জন্য বাংলাদেশের বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানানো হয়।

‘নোঙর-খুলনা জেলা’ কমিটির উদ্যোগে করোনাভাইরাস’র কারণে খুলনা শহরের কমর্হীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ কার্যক্রম। ছবি : নোঙর-খুলনা জেলা প্রতিনিধি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে