


করোনা ভাইরাসে দেশের বিভিন্ন জেলায় সামাজিক ও শারীক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করতে চলছে অঘোষিত সলকডাউন।
ঢাকা শহরের প্রধান নদী বুড়িগঙ্গা এর আদি নদীর মাঝিরা খেয়া পারাপার করে বেচে থাকে। কিন্তু লকডাউনে যাত্রী চলাচল কমে একেবারে শূণ্যের পর্যায়ে নেমে গেছে।
অথচ প্রতিদিন একজন মাঝি কমপক্ষে প্রায় এক হাজার থেকে দের হাজার টাকা উপর্জন করতেন যা এখন শুণ্যের পর্যায়। মহামারি করোনার কারণে দেশের প্রায় সকল নদীর খেয়াঘাটের মাঝিরা কর্মহীন হয়ে কষ্টের দিন কাটাচ্ছে।
যাত্রীহীন খেয়াঘাটে তারপরও মাঝিরা বুড়িগঙ্গা আদি চ্যানেল কামরাঙ্গীর চর কুড়ার ঘাটে যাত্রীর অপেক্ষায় বসে আছেন।
এ সময় নদীর মাঝিদের জন্য বিশেষ সহযোগিতা না পেলে তাদের জীবনে বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা করা হচ্ছে। এ প্রসঙ্গে সকল মাঝিরা বলেন, সামনে ঈদ আসছে কি ভাবে এই রোজার মাস পার হবে জানি না’ আমাদের দিকে কারো খেয়াল নেই! দয়া করে আমাদের বাচান।