১১ মে পর্যন্ত বাড়লো ফ্রান্সের লকডাউন

0
321
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

করোনা ভাইরাসে বিস্তার ঠেকাতে আগামী ১১ মে পর্যন্ত ফ্রান্সের লকডাউন বাড়ানো হয়েছে। সোমবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এমনটি জানান।

ভাষণে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ১১ মে থেকে একটি নতুন অধ্যায়ের শুরু হবে। এসময় দেশটিতে আগামী জুলাই মাসের আগে কোন ধরণের গণ অনুষ্ঠানের আয়োজন করতে বারণ করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৭ মার্চ ফ্রান্সে লকডাউন জারি করা হয়। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৭৭৯ জন। মারা গেছেন ১৪ হাজার ৯৬৭ জন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে