করোনা সংকট মোকাবিলায় নেতৃত্ব দিবে জার্মানি

0
273

ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্সির দায়িত্ব নিয়ে করোনা সংকটে জরুরি স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেয়ার অঙ্গীকার করেছে জার্মানি৷ জুলাইয়ে এ দায়িত্ব পাবে দেশটি৷

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস করোনার ভ্যাকসিন তৈরির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালী করার আহ্বান জানান৷ জুলাই এর প্ইলথম দিনে ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের প্রেসিডেন্সির দায়িত্ব নেয়ার পর করোনা সংকট সমাধানে ইইউ এর দেশগুলোকে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি৷ 

বর্তমানে এই দায়িত্বে আছে ক্রোয়েশিয়া৷ প্রতি ছয় মাসে সদস্য দেশগুলোর মধ্যে থেকে একজনকে ওই অঞ্চলের তৎকালীন সমস্যা সমাধানে কাজ করার দায়িত্ব দেওয়া হয়৷

হাইকো মাস জানান, ‘‘দায়িত্ব নেয়ার পর জার্মানির অন্যতম কাজ হবে, সমন্বিত পদ্ধতিতে অভ্যন্তরীণ বাজারের উপর থেকে এবং ভ্রমণের উপর নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল করা৷’’ এখনো পর্যন্ত কোন ভ্যাকসিন আবিষ্কার হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘‘একে অপরের উপর দোষ না চাপিয়ে এই সমস্যা সমাধানে সবাইকে সংহতি প্রদর্শন করতে হবে৷’’ এই যুদ্ধে কে কার চেয়ে শ্রেষ্ঠ সেই লড়াইয়ে না গিয়ে বরং ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান তিনি৷ এই সংকট থেকে যদি ইইউ নেতারা শিক্ষা নেন, তাহলে এই জোট আগের চেয়ে আরও শক্তিশালী ও একতাবদ্ধ হবে বলে আশা করেন তিনি৷

জীবন রক্ষাকারী চিকিৎসা উপকরণের উৎপাদন, জনসাধারণের চিকিৎসা সেবার উন্নয়ন সাধনে একসাথে কাজ করার আহ্বান জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷  রাজনৈতিক ক্ষমতার বলে যারা করোনা সংক্রান্ত বিধি নিষেধ মানছেন না তাদের সমালোচনা করে তিনি বলেন, তারা গণতন্ত্র ও আইনের শাসনের লঙ্ঘন করছেন৷ এই সমালোচনা যে হাঙ্গেরির উদ্দেশে তা আর বলার অপেক্ষা রাখে না৷

করোনা সংকটে জনগণ ও ব্যবসায়ীদের সমর্থনে ইউরোপীয় ইউনিয়নের ৫০০ বিলিয়ন ইউরোর ত্রাণ প্যাকেজ সম্পর্কে তিনি বলেন,” জার্মানির অর্থনীতির জন্য এটা জরুরি৷’’

ইইউ এর আগামী সাত বছরের বাজেটের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘এই অঞ্চলের গবেষণা, জলবায়ু রক্ষা, প্রযুক্তি এবং সংকট মুহূর্তে স্বাস্থ্য সেবা এবং সামাজিক ব্যবস্থার উন্নয়নে এই ব্যয় করা হবে৷’’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তহবিল খুব কম উল্লেখ করে এই সংস্থা এবং জাতিসংঘকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন তিনি৷ বিশেষ করে করোনার ভ্যাকসিন উৎপাদন, পরীক্ষার কথা উল্লেখ করে মাস বলেন, এই  মহামারী ঠেকাতে এটাই সবচেয়ে বড় উদ্যোগ হবে৷

(এপি, এএফপি, রয়টার্স)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে