করোনা: টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সময় সামাজিক দূরত্ব মানতে চায় না কেউ!

0
452
করোনায় টিসিবির ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সময় সামাজিক দূরত্ব মানছে না কেউ! ছবি : মীর মোকাদ্দেস আলী

করোনা মোকাবেলায় রাজধানীর বিভিন্ন স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)। তবে নোঙর সরেজমিনে বেশ কয়েকটি স্থানে অনুসন্ধানে দেখাযায় ন্যায্যমূল্যে পণ্য ক্রয়ের সময় ক্রেতারা সামাজিক দূরত্ব মানছে না কেউ।

লালবাগ এলাকাকায় ন্যয্যমূল্যের কেনাকাটায় ক্রেতাদের ভীড়। ছবি : নোঙর নিউজ

লালবাগ, আজিমপুর, পলাশী বাজার, প্রেসক্লাব, শাহবাগ এলাকায় ঘুরে দেখা যায় সকাল থেকে শুরু হয় এই ট্রাকে করে বিক্রয়ের সময় দায়িত্বরত পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধরে সরকার কর্তৃক সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ অমান্র করে কে কার আগে দাড়াবে তা নিয়ে বিশৃঙ্খলা তৈরী হচ্ছে।

লালবাগ এলাকাকায় ন্যয্যমূল্যের কেনাকাটায় ক্রেতাদের ভীড়। ছবি : নোঙর নিউজ

এ বিষয়ে কয়েক জন ক্রেতার সাথে কথা বলে যানা যায় যে, একজন লোক এই শতশত মানুষের জন্য যথেষ্ট নয়। তা ছাড়া এই ট্রাকগুলো এখানে এসে মেপে দেয়ার জন্য প্রায় এক থেকে দুই ঘন্টার বেশী সময় লাগছে। নারী এবং পুরুষের জন্য আলাদা লাইন আছে কিন্তু একজনের পক্ষে এই কাজ অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আবার নিয়ম ভঙ্গ করে অনেকে লাইনে না থেকেই পণ্য ক্রয় করার কারণে অনেক সময় ধরে দাড়িয়ে থেকেও অপেক্ষার পালা শেষ হচ্ছে না।

লালবাগ এলাকাকায় ন্যয্যমূল্যের কেনাকাটায় ক্রেতাদের ভীড়। ছবি : নোঙর নিউজ

এ ছাড়াও টিসিবির ন্যায্যমূল্যের পণ্য কালো বাজারে বিক্রয়ে অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। সাধারণ মানুষের ভোগ্যপণ্য কালো বাজারে চলে যাবার কারণে অনেকেই আবার খালি হাতেই ফিরে যাচ্ছেন।

দেশব্যাপী প্রায় তিন হাজার ডিলারের মাধ্যমে টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় করা হচ্ছে। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত অনিয়মের অভিযোগে ৯ ডিলারের লাইন্সে বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুইটি মামলা দায়েরের পাশাপাশি আরও ৪ জনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লালবাগ এলাকাকায় ন্যয্যমূল্যের কেনাকাটায় ক্রেতাদের ভীড়। ছবি : নোঙর নিউজ

টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয় নিয়ে যে কোনো অনিয়ম করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

শনিবার (১১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রয় নিয়ে কোনো কোনো স্থানে কিছু অনিয়মের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনা বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির দৃষ্টিতে এসেছে।

লালবাগ এলাকাকায় ন্যয্যমূল্যের কেনাকাটায় ক্রেতাদের ভীড়। ছবি : নোঙর নিউজ

বাণিজ্যমন্ত্রীর নির্দেশে অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে আইন মতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। টিসিবির ন্যায্যমূল্যের পণ্য বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে সতর্ক করে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এরপরও এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য টিসিবি-কে নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

লালবাগ এলাকাকায় ন্যয্যমূল্যের কেনাকাটায় ক্রেতাদের ভীড়। ছবি : নোঙর নিউজ

গত ৭ এপ্রিল এ বিষয়ে টিসিবি থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে। দেশের বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, র‌্যাব ও পুলিশ প্রশাসনকে সংঘটিত অনিয়মের যে কোনো অভিযোগ টিসিবির প্রধান কার্যালয়ে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া, দেশের প্রচার মাধ্যমে কোনো অনিয়ম প্রকাশিত হলে সংশ্লিষ্ট ডিলার ও ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে