ট্রাক আটকে সরকারি ত্রাণের চাল ও আলু নিয়ে গেছে কর্মহীন হতদরিদ্র মানুষরা

0
367

জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় ট্রাক আটকে সরকারি ত্রাণের চাল ও আলু নিয়ে গেছে স্থানীয় কর্মহীন হতদরিদ্র মানুষরা। রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।

জামালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জামাল পাশা জানিয়েছেন, রবিবার বেলা ১১টার দিকে সিংহজানী খাদ্য গুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও ৬শ’ প্যাকেট আলু নিয়ে একটি ট্রাক বানিয়া বাজার আসছিল। শহরের মুকন্দবাড়ি এলাকায় কর্মহীন হতদরিদ্র নারী-পুরুষ মানুষ ট্রাক আটকিয়ে চাল ও আলু নিয়ে যায়। সেখান থেকে প্রায় ১৫০ প্যাকেট ত্রাণ নিয়ে যায় তারা। পরে ত্রাণসামগ্রী বহনকারী ট্রাকটি সেখান থেকে দ্রুত চলে যায়।

জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মণি বলেন, পৌরসভার ২, ৪ ও ৬ নম্বর ওয়ার্ডের কর্মহীন দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য ১০ কেজি ওজনের ৬শ’ প্যাকেট চাল ও ৩ কেজি ওজনের ৬শ’ প্যাকেট সিংহজানী খাদ্য গুদাম থেকে নেওয়ার পথে এ ঘটনাটি ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধরা বলেন, বিভিন্ন জায়গায় বারবার ধর্না দিয়ে তারা রবিবার পর্যন্ত কোনও ত্রাণ পাননি। ক্ষুধার জ্বালায় তারা এই ত্রাণ নিয়ে নিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার এসআই জোছনা বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে থানায় কেউ কোনও অভিযোগ দেয়নি। বাংলা ট্রাবিউন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে