


জাতীয় নৌ-নিরাপত্তা দিবস-২০১৬’ উপলক্ষ্যে আগামী ২২ মে ২০১৬ রবিবার সন্ধ্যা ৬:১০ মিনিট বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওর্য়াল্ড নদী নিরাপত্তার ধারাবাহিক প্রামাণ্যচিত্র ‘নোঙর’-২৩ তম পর্ব সম্প্রচার হবে। এই পর্বে স্বাক্ষাৎকারে অংশ গ্রহন করেছেন জনাব শাজাহান খান, নৌ-পরিবহন মন্ত্রী। বীর মুক্তিযোদ্ধা জনাব আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। কমোডর এম মোজাম্মেল হক, চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ। প্রবাসী চিত্রশিল্পী জনাব রুহুল আমীন কাজল। অধ্যাপক নিসার হোসেন, ডিন চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মহিউজ্জামান ময়না, পরিচালক, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। অভিনেতা খায়রুল আনাম সবুজ। সাংবাদিক শাকিল আহমেদ, হেড অফ আউটপুট, একাত্তোর টিভি। সকলের প্রতি নোঙর-২৩ তম এই বিশেষ পর্বটি দেখার আমন্ত্রণ রইল।