করোনায় ভারতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৬, মৃত ৬

0
284

চীনের হুবেই প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে কাঁপছে ভারত। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১০৬ জনের শরীরে নতুন করে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে। এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের।

সোমবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আনন্দবাজার অনলাইন জানিয়েছে, নতুন করে সংক্রমিত ১০৬ জন নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০২৪ জনে। এদিন করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। এই ৬ জন দিল্লি, গুজরাট, কর্নাটক, কেরালা, মহারাষ্ট্র ও তেলঙ্গানা রাজ্যের। এ নিয়ে দেশটিতে মৃত্যু মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের রাজধানী দিল্লি সোমবার নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩ জন। সব মিলিয়ে দেশিটির রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ জন। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার পর্যন্ত দিল্লিতে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে, কেরালা রাজ্যে নতুন করে সংক্রমণ ধরা পড়েছে ২০ জনের। মোট আক্রান্ত ২০২ জন। মহারাষ্ট্রে নতুন করে সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সংখ্যা মিলিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২০৩ ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে