প্রভাবশালী সাংসদ আসলামুল হকের অবৈধ স্থাপনা উচ্ছেদ

0
721
বুড়িগঙ্গা নদীর তীর দখল করে সংসদ সদস্য আসলামুল হকের গড়ে তোলা তেলের ডিপো মঙ্গলবার বিআইডব্লিউটিএ অভিযানে ভেঙে দেওয়া হয়।

বুড়িগঙ্গা নদীর তীরে সরকারি দলের সংসদ সদস্য আসলামুল হকের গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার বুড়িগঙ্গার পশ্চিম পাড়ের চরওয়াশপুরে বুড়িগঙ্গা তীরে মাইশা গ্রুপের একটি প্ল্যান্টের কাছে দখল করা দেয়াল ও দুটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মো. শহিদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাইশা প্লান্টটির মালিক ঢাকা-১৪ এর সাংসদ আসলামুল হক।”

ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন; এরপর ২০১৪ ও ২০১৮ সালেও আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হন তিনি।

বিআইডব্লিউটিএ কর্মকর্তা শহিদুল্লাহ বলেন, চরওয়াশপুরে জেটি নির্মাণের অনুমতি থাকলেও প্ল্যান্ট নির্মাণের অনুমতি ছিল না।

এছাড়া নদীর তীরে দেয়াল ও ছোট ছোট দুটি স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সেগুলো ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ।

শহিদুল্লাহ জানান, ঢাকার চারপাশের নদী দখল-দূষণমুক্ত করার লক্ষ্যে মঙ্গলবার পরিচালিত অভিযানে বুড়িগঙ্গা-তুরাগ নদীর সংযোগস্থল চরওয়াশপুরে ২৩টি দেয়াল ও স্থাপনা উচ্ছেদ করা

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে