‘ডলু-টংকা’ শুধু নামে আছে কাজে নেই

0
992


বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি ২০১৭ (নোঙরনিউজ ডটকম): ডলু-টংকা চট্টগ্রামের লোহাগাড়ার মাটি ও মানুষের উন্নয়ন এবং জীবন-জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দু’টি খালের নাম। পার্বত্য চট্টগ্রামের লামা থেকে উৎপত্তি এ খাল দু’টির।
লোহাগাড়ার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে কর্ণফুলীতে মিশেছে। বর্তমানে এ খাল দু’টির অস্তিত্ব বিলীন হতে চলেছে। ফলে কৃষক ও জেলেসহ সংশ্লিষ্ট এলাকাবাসীর কোন উপকারেই আসছে না। শুধু নামেই খাল দু’টি টিকে আছে। দেখে বুঝা যায় না এগুলো খাল নাকি জমি।

শুষ্ক মৌসুমে খাল-পাড়ের মানুষ আমন-বোরোসহ অন্যান্য ফসলের চাষাবাদ করতে পারে না। বর্ষাকালে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকাবাসী। অথচ এক সময় সাতকানিয়া-লোহাগাড়া উপজেলার মানুষ এ খাল দু’টি দিয়ে বান্দরবানের পাহাড়ি অঞ্চলের গাছ-বাঁশ ও মালামালসহ বাঁশের ভেলায় পণ্যবোঝাই দিয়ে বিভিন্নস্থানে যেত। খাল থেকে মাছ আহরণ করে শত শত জেলে জীবিকা নির্বাহ করত। কলাউজান, আধুনগর, পুটিবিলা ও আমিরাবাদ এলাকার কয়েক হাজার জেলে পরিবার এ খালদ্বয়ের কারণে কর্মহীন হয়ে পড়েছে। এসব এলাকার জেলেরা পরিবর্তন করেছে পেশা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২৫/৩০ ফুট গভীরতা খাল দু’টির তলদেশে পলি জমে অনেক স্থানে খাল ও খাল পাড়ের জমি সমান হয়ে গেছে। আবার অনেক স্থানে খাল মুছে গেছে। আর এ সুযোগে দখলদারেরা খাল দখল করে নিয়েছে। অন্যদিকে খালে জেগে উঠা বালি দিয়ে চলছে ব্যবসা। এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকাবাসী। গত ৪৬ বছরে খাল দু’টি ড্রেজিং হওয়া দূরের কথা তেমন কোন সংস্কার হয়নি। শুধু খালের জমি ও বালি দখল হয়েছে। বর্তমানে খাল দু’টি শুকিয়ে গেছে।

এলাকাবাসী জানান, এ খাল দু’টিতে পানি না থাকায় বর্তমানে কোন চাষাবাদ হয় না, মাছও পাওয়া যায় না। ফলে এলাকার মানুষের আয় রোজগারের পথ বন্ধ হয়ে গেছে। উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ডলু-টংকা লোহাগাড়া উপজেলার গুরুত্বপূর্ণ খাল। কৃষক ও এলাকাবাসীর উপকারের জন্য খালগুলো সংস্কার করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনূর রহমান জানান, ডলু-টংকা উপজেলার কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাল। ধীরে ধীরে খালগুলো মরে যাওয়ার কারণে উন্নয়ন ব্যাহত হচ্ছে। খালগুলো সংস্কারের উদ্যোগ নেবেন বলে তিনি জানান লোহাগাড়া (চট্টগ্রাম)-ভরাট ও শুঁকিয়ে যাওযায় টংকার বুকে সবজি চাষ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে