অমর একুশে শহীদ বেদিতে নোঙর পরিবারের শ্রদ্ধাঞ্জলী নিবেদন

0
607
অমর একুশে শহীদ বেদিতে নোঙর পরিবারের শ্রদ্ধাঞ্জলী নিবেদন। ছবি : এফ এই সবুজ

অমর একুশ উপলক্ষ্যে গতকাল ৮ ফাল্গুন ১৪২৬, শুক্রবার, (২১ ফেব্রুয়ারি ২০২০) রাত ১২:৪৫ মিনিট প্রথম প্রহরে “ভাষা শহীদ স্মরণে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০২০” উদযাপন উপলক্ষে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন ‘নোঙর’ পরিবার প্রতি বছরের মতো এবার ও প্রভাতফেরীর আয়োজন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু চত্বর থেকে প্রভাতফেরির পদযাত্রায় অংশগ্রহণ করে নোঙর বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন শামস, কেন্দ্রীয় সদস্য আমিনুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য রুহুল আমিন, কেন্দ্রীয় সদস্য এফ এইচ সবুজ, ঢাকা মহানগর এর আহবায়ক আনোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য আব্দুস সালাম সময়, শাহান শাহ্, কেন্দ্রীয় সদস্য দর্পণ জামিল, কেন্দ্রীয় সদস্য সরকার সজীব, কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন জনি, কেন্দ্রীয় সদস্য এস. কে. ফরহাদ, জান্নাত তোর্শা, বাবু, আপন, ইফাত জোয়াইরিয়া ও মোনালিসা প্রমুখ।

এ ছাড়াও পরিবারের বিভিন্ন জেলা শাখা এবং কেন্দ্রীয় কমিটির অনেক নেতা কর্মী একুশের পদযাত্রায় অংশগ্রহণ করেন।

নোঙর এবার ‘২৩ মে, জাতীয় নৌ-নিরাপত্তা দিবস ঘোষণা করো’ শ্লোগানের ব্যানার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রঙ্গণে পুস্পস্তবক অর্পণ করে।

একই সাথে ৮ ফাল্গুণ ১৪২৬, শুক্রবার, (২১ ফেব্রুয়ারি ২০২০) সকালে নোঙর- ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রভাতফেরী অনুষ্ঠিত হয়। শহরের শহীদ মিনার প্রঙ্গণে উপস্থিত ছিলেন নোঙর-ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি শামীম আহম্মেদ, সাধারণ সম্পাদক খালেদা মুন্নি, অর্থ সম্পাদক শিপন কর্মকার, নিবার্হী সদস্য মিজানুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফেবিন রহমান, শান্তা ছোঁয়া, কামাল উদ্দিনসহ জেলা শাখার সকল সম্পাদক ও সদস্যবৃন্দ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে