ক্যালিফোর্নিয়ায় দাবানল : ২ জনের মৃত্যু

0
453

ক্যালিফোর্নিয়া, ২৫ জুন ২০১৬ (নোঙরনিউজ ডেস্ক): ক্যালিফোর্নিয়ার মধ্যাঞ্চলে দাবানলে কমপক্ষে দু’জন মারা গেছে। এতে প্রায় একশ’ অবকাঠামো পুড়ে গেছে। গভর্ণর তড়িঘড়ি করে রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করেছে। শুক্রবার কর্মকর্তারা একথা জানান।

কর্তৃপক্ষ জানায়, কার্ন কাউন্টির লেক ইসাবেলা এলাকায় বৃহস্পতিবার শুরু হওয়া দাবানল শুক্রবার সন্ধ্যা নাগাদ প্রায় ৩০ হাজার একর জমিতে ছড়িয়ে পড়ে। কার্ন কাউন্টির দমকল বিভাগ টুইটারে এক বার্তায় দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

তারা জানায়, দমকল বাহিনীর কর্মীরা প্রবল বাতাসের মধ্যেই সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এ বাতাস তাদের কাজকে অনেকটা বাধাগ্রস্ত করছে। গভর্ণর জেরি ব্রাউন দাবানল ছড়িয়ে পড়া অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সেখানে দ্রুত ত্রাণ পাঠানোরও অনুমতি দেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, দাবানলে ওই অঞ্চলের প্রায় ৮০ শতাংশ ঘরবাড়ি পুড়ে গেছে। এটি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ওই এলাকা থেকে হাজার হাজার লোককে নিরাপদ স্থানে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৮শ’ দমকল কর্মী কাজ করছে এবং আরো কয়েকশ’ কর্মীকে সেখানে পাঠানো হচ্ছে।
নোঙর আর্ন্তজাতিক নিউজ ডেস্ক: ২৫ জুন, ২০১৬

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে