আজ চালু হচ্ছে রাজশাহী-ঢাকা নতুন আন্তঃনগর ট্রেন

0
509

রাজশাহী, ২৫ জুন ২০১৬ (নোঙরনিউজ) : বাংলাদেশ রেলওয়ে (পশ্চিমাঞ্চল) আজ শনিবার থেকে ঢাকা ও রাজশাহীর মধ্যে নতুন একটি আরামদায়ক ও দ্রুতগতি সম্পন্ন আন্তঃনগর ট্রেন চালু করছে।

রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খায়রুল আলম স্থানীয় সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার লাল-সবুজ রং-এর এই ট্রেনটি উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এই ট্রেনটি ঈদের যাত্রীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, তাপানুকূল বগিসহ এই ট্রেনে ১৩টি বগি থাকবে। এই ট্রেনে দুইটি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকোচ এবং দুইটি স্লিপিং কেবিন থাকবে। রাজশাহী থেকে ঢাকা যেতে এই ট্রেনের সর্বোচ্চ চার ঘন্টা সময় লাগবে।

অর্থাৎ এক্ষেত্রে ২ ঘন্টা সময় সাশ্রয় হবে। আর প্রতি ট্রিপে এই ট্রেন তিন হাজার যাত্রী পরিবহন করতে পারবে। বর্তমানে ঢাকা-রাজশাহী রুটে আন্তঃনগর সিল্কসিটি, ধুমকেতু ও পদ্মা ট্রেন চলাচল করে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে