পলাশবাড়ীতে ফসলের মাঠে নেমে পড়ল হেলিকপ্টার

0
286
ফাঁকা ফসলের মাঠে জরুরি অবতরণ করা ওই হেলিকপ্টারটি। ছবি : দৈনিক ইত্তেফাক

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীকলা গ্রামের একটি ফাঁকা ফসলের মাঠে রবিবার দুপুরে হঠাৎ অবতরণ করে একটি হেলিকপ্টার। ফাঁকা ফসলের মাঠে জরুরি অবতরণ করা ওই হেলিকপ্টারটি দেখতে ছুটে আসে উৎসুক এলাকাবাসী।

পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেঘনা এভিয়েশনের আর-৬৬ এসটুএইড নামের হেলিকপ্টারটি বাংলাদেশ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের পরিচালক চন্ডিদাস কুন্ডুসহ চার আরোহী নিয়ে দিনাজপুরের উদ্দেশে যাচ্ছিলেন। আকাশ মেঘাচ্ছন্ন, কুয়াশা ও বৃষ্টিসহ আবহাওয়া খারাপ থাকায় দুপুর ১১টা ৫৫ মিনিটে এখানে জরুরিভাবে অবতরণ করান পাইলট।

পলাশবাড়ী থানার ওসি মো. মাসুদার রহমান জানান, খবর পেয়ে পলাশবাড়ী থানার উপ-পরির্দশ (এসআই) জাহিদ হোসেন ও সহকারী উপ-পরির্দশ (এএসআই) মশিউর রহমানকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরো জানান, পরে চন্ডিদাস কুন্ডু তার সফর সঙ্গী নিয়ে গাড়ী যোগে সড়ক পথে দিনাজপুরের উদ্দেশে যাত্রা করেন। হেলিকপ্টারটি প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর তিনটা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে