ইরানে বিধ্বস্ত বিমান দুর্ঘটনা তদন্তে যোগ দিবে যুক্তরাষ্ট্র : এনটিএসবি

0
302

যুক্তরাষ্ট্র জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, তারা ইরানে ইউক্রেনের বিমান বিধ্বস্ত হওয়ার কারণ তদন্তে যোগ দিবে।

টুইটারে পাঠানো এক বিবৃতিতে সংস্থা জানিয়েছে, ‘বুধবার বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়ে ইরানের কাছ থেকে ‘আনুষ্ঠানিক নোটিফিকেশন’ পেয়েছে।

যুক্তরাষ্ট্র নির্মিত বোয়িং ৭৩৭ বিমানটি তেহরান থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে এবং ।ইরাকে অবস্থানরত মার্কিন সেনাদের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার পরপরই বিধ্বস্ত হয়।

পরিবহন দুর্ঘটনা তদন্তকারী মার্কিন সংস্থাটি জানায় ‘এনটিএসবি দুর্ঘটনা তদন্তের জন্য তাদের প্রতিনিধি মনোনীত করেছে।’

ইরান তদন্তের নেতৃত্বে থাকবে উল্লেখ করে বিবৃতিতে আরো বলা হয়, ‘এনটিএসবি দুর্ঘটনা সংশ্লিষ্ট পারিপার্শিক পরিস্থিতি পর্যবেক্ষণ চালিয়ে যাবে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে