পানিতে চলার জন্যই এই বাইসাইকেল আবিস্কার

0
333

প্রায় এক দশক ধরে সময় নেয়ার পর বাজারে আসতে সক্ষম হলো কর্মাশিয়াল হাইড্রোফোইল বাইসাইকেল। বিবিসি জানায়, নিউজিল্যান্ডভিত্তিক কোম্পানি মানটাফাইভ অবশেষে তাদের ইলেক্ট্রিক বাইসাইকেলটি বাজারে ছাড়লো। সাইকেলটির বৈশিষ্ট্য হচ্ছে, সড়কপথে নয় এটি চলবে পানিতে।

যুক্তরাষ্ট্রের লাসভেগাসে সিইএস টেক শো’তে হাইড্রোফোইল ইএক্স ওয়ান নামে এই পণ্যটি প্রদর্শণ করলো মানটাফাইভ।

বিবিসির ক্লিকের প্রেজেন্টার স্পেন্সার কেলি প্রথম এই বাইসাইকেলের ট্রায়াল দেন। লাসভেগাসে একটি লেকের মধ্যে বাইসাইকেলটি চালাতে দেখা যায় কেলিকে।

পানিতে নেমে প্যাডেল ঘুরালেই চলতে শুরু করবে বাইসাইকেলটি। প্যাডেল চালানোর ফলে ইলেক্ট্রিক মোটর থেকে শক্তি নিয়ে প্রোপেলরটি ঘুরতে থাকবে এবং সামনে এগিয়ে যাবে যানটি।

সড়কপথে বাইসাইকেল চালানোর অভ্যাস থাকলেও পানিপথে ভালোভাবে এই ইলেক্ট্রিক বাহন চালাতে লাগবে যথাযথ অনুশীলন।

মানটা ফাইভ জানায়, হাইড্রোফোইল ইএক্স ওয়ানে ব্যবহার করা হয়েছে মার্কিন কাপ সেইলবোটের প্রযুক্তি। পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরাঘুরিতে সমুদ্র সৈকতে বা লেকে দারুণভাবে সঙ্গ দিবে এই ই-সাইকেল।

এটির সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১২ মাইল। প্রয়োজন অনুসারে নিয়ন্ত্রণ করা যাবে গতি। হাইড্রোফোইল ইএক্স ওয়ান কিনতে দাম পড়বে ৭৪৯০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ছয় লাখ ৩৬ হাজার টাকারও বেশি টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে