


শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ (নোঙরনিউজ) : সারা গায়ে ফুল পেঁচিয়ে ঘুরে বেড়ানোর একটি মেয়ের ছবি নিয়ে বেশ ট্রল হচ্ছে। ১৩ ফেব্রুয়ারি বুধবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হয়।
অদ্ভুত বিষয় হলো ছবিটি এ বছরের নয়। এটি গতবছরের। ছবিটির মাধ্যমে তিনি সমাজের শিকল ছেঁড়ার আহ্বান জানাচ্ছিলেন।
জানা গেছে, ওই মেয়েটির নাম প্রিমা নাজিয়া আন্দালিব। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালিন শিক্ষক। এছাড়া তিনি একজন ভিজুয়াল আর্টিস্ট। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাসোসিয়েশনের ডিরেক্টর, প্রেসিডেন্ট অফ ওমান ইন লিডারশিপ। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স পাস করেছেন প্রিমা নাজিয়া আন্দালিব।
বিশ্বের সব বড় বড় দেশে প্রেমার শিল্পকর্ম এককভাবে প্রদর্শিত হয়ে আসছে। যার ভিতরে আছে, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, মরক্কো, ভারত, থাইল্যান্ড।