বুড়িগঙ্গার দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলবে

0
1576
মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের খোলামোড়া ঘাটের বিপরীতে একটি সাততলা ভবন ভাঙার মধ্য দিয়ে শুরু হয় উচ্ছেদ। ছবি : নোঙরনিউজ

বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯,(নোঙরনিউজ) : ঢাকার বুড়িগঙ্গা নদীর দুই প্রান্তে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ।

মঙ্গলবার এক অভিযান চালিয়ে বুড়িগঙ্গার পাড়ে কামরাঙ্গীরচর ও খোলামোরা এলাকায় সাত তলা দুটো পাকা ইমারতসহ মোট ১ শত ৬৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

ঢাকা শহরের চারিদিকের নদীগুলো দখল দূষণমুক্ত করতে মহামান্য হাইকোর্টের আদেশ এবং নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়াসহ নদীর পাড়ে স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নির্দেশনা ও মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন সচিব জনাব আবদুস সামাদ, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের জিরো টলারেন্স মনোভাবে আজ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে মোট ১১ দিন বুড়িগঙ্গা ও তুরাগ নদীতে সদরঘাট থেকে গাবতলী পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চলবে।

ঢাকা নদী বন্দরের নিয়ন্ত্রণ কর্মকর্তা বিআইডব্লিউটিএ’র যুগ্মপরিচালক এ, কে, এম আরিফ উদ্দিনের পরিচালনায় বিআইডব্লিউটিএ’তে নিয়োজিত নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব মোস্তাফিজুর রহমান ও দিপ্তীময়ী জামানের নেতৃত্বে আজকের উচ্ছেদ অভিযানে কামরাঙ্গীরচর এলাকায় সাত তলা করে দুটি সুবিশাল ইমারতসহ মোট ৬ টি পাকা ভবন ও বিপুল সংখ্যক আধাপাকা ও কাঁচা অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।এছাড়া খোলামোরার নবাবচর এলাকায় চারতলা করে ৩ টি ভবনের অংশবিশেষসহ ১০টি পাকা ইমারত ভেঙ্গে ফেলা হয়।

উচ্ছেদ অভিযানে বিআইডব্লিউটিএ’র পরিচালক ( বন্দর) জনাব মো: শফিকুল হক, ঢাকা নদী বন্দরের উপপরিচালক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, উপরিচালক এ, কে, এম কায়ছারুল ইসলাম , সহকারী পরিচালক জনাব নুর হোসেন, রেজাউল করিম ও মো: আসাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী জনাব মো: আবদুল আজিজ, নদী নিরাপত্তার সামাজিক সংগঠনের সভাপতি সুমন শামস, প্রেস ও ইলেক্ট্রনিক মিডিয়ার উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিক- ক্যামেরা সাংবাদিকসহ বিপুল সংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিআইডব্লিউটিএ’র দুটি লংবুম এক্সেভেটর, একটি টাগ জাহাজ,একটি ওয়ার্কবোট, একটি স্পিডবোট অভিযানে নিয়োজিত ছিল।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মোবারক হোসেন মজুমদার জানিয়েছেন, ৩১ জানুয়ারি পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে