ঢাকা, ২১ জানুয়ারি, ২০১৯ (নোঙরনিউজ): আসুন সকলে অংশ নেই। এই নদী বিষয়টার সংকট শুধু আপনার আমার নয় সমগ্র জাতির।দখলভুক্ত নদীগুলোর দখলমুক্ত করতে এবং নতুন করে যেন আর দখল না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়োগের দায়িত্য বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছি। এতে করে দলীয় অদলীয় সহানীয় সব ধরনের প্রভাব থেকে নদীকে মুক্ত রাখা সম্ভব হবে। আমাদের সেনাবাহিনী জাতীয় সেবায় নিবেদিত তাদের সুনাম বিশ্বময়।
বর্তমান মন্ত্রী পরিষদ ও জননেত্রী দেশবরেণ্য শেখ হাসিনার উপর আমাদের পূর্ণ আস্হা আছে যে, উনি নদীর পরিবেশ রক্ষাকল্পে কোন অবৈধ দখলদারী প্রশ্রয় দেবেন না। আমরা শুধু সেই বিষয়টা নিশ্চিত করতে সেনাবাহিনীর হস্তক্ষেপ চাচ্ছি এইতো।
তাই দলীয়- অদলীয়, পেশাজীবী ও অপেশাজীবী, ছাত্র-ছাত্রীদের চাই একটা সম্মিলিত অংশগ্রহণ। তাই নদী নিরাপত্তার সামাজিক সংগঠন'নোঙর' এর এমন একটি উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তাই আমাদের সঙ্গে থাকুন একসাথে দাঁড়াই আসুন।নদী নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ত্ব টা আমাদের সবার। কারণ এটা একটা জাতীয় সংকট যা নিরসনে সকলকে এগিয়ে আসতে হব।
আমার মতে পরিবেশ রক্ষা করতে নতুন করে কোন প্রবীণ গাছ আর কাটতে দেয়া যাবেনা। গাছের বিকল্প আসবাবপত্র যদি ব্যবহার করতে পারি তা হলে তো নতুন করে গাছ কাটার দরকার টা কি?গাছ মাটিকে শক্ত করে আকড়ে ধরে রাখে। তাই যেই গাছ যত পুরোনো তার সম্পর্কটাও মাটির সাথে ততটা পুরোনো। তাই আসুন যে কোন গাছ কাটা থেকে আমরা বিরত থাকি।আপনি-আমি আর সে চাইলেই সেটা সম্ভব।
তাই আসুন মন থেকে কিছু করি। নদী বাঁচলেই বাঁচবে দেশ, আর গাছ বাঁচলে আমরা পাবো প্রকৃতি প্রদত্ত বাতাশ। মাটি পাবে একটু শান্তির ছায়া পাখিরা পাবে তার অভয় আশ্রম।
একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু
নদী যেথায় ছুটে চলে আপন ঠিকনায়...
স্বত্বাধিকারী নোঙর নিউজ | ও সম্পাদক - সুমন শামস
Developed by KetNey Pvt .Ltd. and UnivaHost