তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী শশীকলা

0
847


রবিবার ৫ ফেব্রুয়ারি ২০১৭ (নোঙরনিউজ ডটকম): ভারতের তামিলনাড়ু রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন শশীকলা নটরাজন। রোববার এডিএমকে পার্লামেন্টারি পার্টি বৈঠকে বসে তাকে দলনেত্রী নির্বাচন করেছে। এরপরই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন ও পন্নিরসেলভম। জয়ললিতার মৃত্যুর পরে এআইএডিএমকে–র সম্পাদকের পদে বসেছেন শশিকলা। তখন থেকেই দলের একটা বড় অংশ নাকি তাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছিল। দলীয় সূত্রের খবর, জয়ললিতার মৃত্যুর পরেই মুখ্যমন্ত্রী পদে বসতেন শশিকলা। কিন্তু তামিলনাড়ুর রাজনীতিতে টালমাটাল পরিস্থিতি তখন থেকেই চলছিল। জাল্লিকাট্টু নিয়ে বিক্ষোভে উত্তাল হয়েছিল রাজ্য। তার মধ্যে নেতৃত্বে বদল ঘটালে নতুন করে ঝামেলা বাড়তে পারে ভেবেই তখন শশিকলাকে দায়িত্ব দেয়া হয়নি। বলা হচ্ছে, তামিলনাড়ু বিধানসভার সহ–অধ্যক্ষ এম থাম্বিদুরাই–সহ অনেক হেভিওয়েট নেতা শশিকলাকেই মুখ্যমন্ত্রী পদে বসানোর পক্ষে দলের অন্দরে তদ্বির করেছেন। শশীকলা দলের হাল ধরেছেন। আর মুখ্যমন্ত্রী ও পন্নিরসেলভাম প্রশাসনের প্রধান। এই অবস্থায় ক্ষমতার দুটি কেন্দ্র তৈরি হয়েছে। তামিল রাজনীতিতে এটা প্রায় বিরলই বলা যায়। জয়ললিতা একইসঙ্গে দল ও প্রশাসন সামলেছেন। তার আগে করুণানিধিও দলের প্রধান হিসেবেই মুখ্যমন্ত্রী ছিলেন। শশীকলাও বিষয়টি নিয়ে দলের মধ্যে মুখ খোলেন। এরপর দেয়াল লিখন পড়ে নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন পন্নিরসেলভাম।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে