দরপতনেও ‘শঙ্কা নেই’ পুঁজিবাজারে

10
998

পুঁজিবাজারের হু হু করে বাড়তে থাকা সূচকে গত সপ্তাহে বড় ধরনের পতনে শঙ্কা দেখছে না বাজার সংশ্লিষ্টরা।

কয়েক বছর পর জানুয়ারিতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স টানা প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৮ পয়েন্টে উঠে।

সেই সূচক আবার গত সাত কার্যদিবসে ৩৪৩ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে নেমেছে।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পুঁজিবাজারে ‘নজরদারি বাড়ানোর’ কথা বলার পর সূচক আরও নেমে যায়।

এবিষয়ে ডিএসইর সাবেক সভাপতি আহসানুল ইসলাম বলেন, “অনেকেই হয়তো ৮ টাকায় শেয়ার কিনে ১৪ টাকায় বিক্রি করেছেন। যারা লাভ তুলে নিয়েছেন, তারা হয়তো আবার কম মূল্যে শেয়ার কেনার জন্য অপেক্ষা ও পর্যবেক্ষণ করছেন।”

লাভ তুলে নেওয়া বিনিয়োগকারীরা হয়তো ‘বটমের’ জন্য অপেক্ষা করছেন বলেও জানান তিনি।

পুঁজিবাজারের একটি শীর্ষ ব্রোকারেজ হাউজের মতে, আর ৩৫ পয়েন্ট পড়ে বাজার ঘুরে দাঁড়াতে পারে।

লংকাবাংলা সিকিউরিটিজের সাপ্তাহিক প্রতিবেদনে বলা হয়েছে, ডিএসইর প্রধান সূচকের সাপোর্ট লেভেল (যেখান থেকে আবার ঊর্ধ্বমুখী হয়) রয়েছে ৫৩৩০ পয়েন্টে। অর্থাৎ সাপোর্ট লেভেল থেকে সূচক ৩৫ পয়েন্টের দুরত্বে রয়েছে।
বিনিয়োগকারীদের আচরণ সম্পর্কে আহসানুল ইসলাম বলেন, “আপ মার্কেটে যত দ্রুত কেনে। ডাউন মার্কেটে তত দ্রুত ঢুকতে চায় না। সবাই চায় বটম আপ হোক।”

গত সপ্তাহে ডিএসইর সাপ্তাহিক লেনদেন আগের সপ্তাহের ৮৬৫৭ কোটি থেকে ৪৭৯৬ কোটিতে নেমে এসেছে। দৈনিক গড় লেনদেন ১৭৩১ কোটি থেকে নেমে এসেছে ৯৫৯ কোটিতে।

গত সপ্তাহে ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা, ওষুধ, বিদ্যুৎ-জ্বালানি ও প্রকৌশলসহ বিভিন্ন খাতের অধিকাংশ শেয়ারের দরপতন হলেও অপেক্ষাকৃত স্বল্প মূলধনী ও ‘দুর্বল’ মৌলভিত্তির শেয়ারের দর বেড়েছে।

এ সময়ে রহিম টেক্সটাইলের শেয়ারের দর ১৮ শতাংশ ও আনলিমা ইয়ার্নের শেয়ারের দর ৯ শতাংশ বেড়েছে।

দর কমার শীর্ষে রয়েছে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচুয়াল ফান্ড ১৯ শতাংশ, শাইনপুকুর সিরামিকস ১৯ শতাংশ ও লংকাবাংলা ফাইন্যান্স ১৬ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, লংকাবাংলা ফাইন্যান্স, বারাকা পাওয়ার।

10 মন্তব্য

  1. Today, I went to the beach front with my children. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She
    put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear.
    She never wants to go back! LoL I know this is entirely off topic but
    I had to tell someone! https://parbriz-luneta.ro/parbriz.html

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে