ব্রিজের অভাবে উপজেলার সঙ্গে বিচ্ছিন্ন বাঁশখালীর ছনুয়া ইউনিয়ন

0
501

বাঁশখালী (চট্টগ্রাম), ২ জুন ২০১৮ (নোঙরনিউজ) : বাঁশখালী উপজেলার বঙ্গোপসাগর উপকূলবর্তী ইউনিয়ন ছনুয়ার সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে গত ছয়মাস ধরে। ছনুয়া ইউনিয়নের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম ছুনয়া ও শেখেরখিলের মধ্যবর্তী জলকদর খালের উপর নির্মিত মৌলভীবাজারের ব্রিজটি বেশ কয়েক বছর ধরে সংস্কারহীনভাবে পড়ে আছে। যার ফলে ছনুয়া এলাকার প্রায় ৩০ হাজার মানুষের জনদুর্ভোগ পোহাতে হচ্ছে। আগামী বর্ষা মৌসুমেও এই ব্রীজের কাজ শুরু করে শেষ করতে পারবে কিনা তা সন্দেহ রয়েছে।

উল্লেখ্য, তিন কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণকারী প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ কাজ পাওয়ার পর গত ছয় মাস ধরে পুরাতন ব্রিজ খুলে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এ ব্যাপারে ছনুয়া ইউপি চেয়ারম্যান মোঃ হারুন বলেন, স্বাধীনতার পর থেকে ছনুয়া ইউনিয়নটি অবহেলিতভাবে পড়ে আছে। মৌলভীবাজার ব্রিজটি নির্মাণের টেন্ডার হওয়ার পরও নির্মাণের কার্যক্রম শুরু না হওয়ায় মৌলভীবাজার ব্রিজ দিয়ে ছনুয়ার সাথে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে আগামী বর্ষায় ছনুয়াবাসীর কপালে দুঃখ আরো বাড়বে। এ ব্রিজের কাজের নিয়োজিত প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজের পরিচালক মোঃ ইসমাঈল জানান, যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তা আমি জানি আমার টেন্ডার সিডিউলে স্টিলের ব্রিজ ও বিদ্যুতের খুঁটি সরানো আমার কাজ নয়। ব্রিজ খুলে ও বিদ্যুতের খুঁটি সরাতে এলাকাবাসীর কষ্ট হলেও আগামী সপ্তাহের মধ্যে ব্রিজ নির্মাণের কাজ শুরু হবে।

উপজেলা প্রকৌশলী আশরাফুল ইসলাম ভুঁইয়া জানান, এই ব্রিজটির নির্মাণ কাজ ধরা হয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকা। আগামী সপ্তাহে এ কাজের উদ্বোধন করবেন বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান এমপি।ইত্তেফাক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে