শিল্পকলায় ‘রুধিররঙ্গিণী’-এর শেষ মঞ্চায়ন

0
465

ঢাকা, ১৯ মে, ২০১৮ (নোঙরনিউজ) : নতুন রেপার্টরি নাট্যদল ‘হূত্মঞ্চ’-এর প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’। শুভাশিস সিনহার রচনা ও নির্দেশনায় গত ১৫ মে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয়। ৫ দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন পরিকল্পনার আজ শেষদিন। প্রতিদিনের মকো আজও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মঞ্চায়িত হবে নাটকটি।

নাটকটিতে অভিনয় করছেন বাংলাদেশের নাট্যাঙ্গনের তিন প্রজন্মের বরেণ্য অভিনয়শিল্পী রোকেয়া রফিক বেবী, আজাদ আবুল কালাম ও জ্যোতি সিনহা। হূত্মঞ্চের প্রথম প্রযোজনা ‘রুধিররঙ্গিণী’ নির্দেশনা দেওয়ার পাশাপাশি দলটির শিল্প-নির্দেশক হিসেবেও যুক্ত আছেন শুভাশিস সিনহা।

রুধিররঙ্গিণী রচনা, মঞ্চ, আলো, সঙ্গীত পরিকল্পনা ও নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা। সঙ্গীতায়োজনে নির্ঝর চৌধুরী। গীতকণ্ঠে রয়েছেন শর্মিলা সিনহা, নির্ঝর চৌধুরী ও হুমায়ূন আজম রেওয়াজ।ইত্তেফাক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে