




ঢাকা, ২৫ আগষ্ট ২০১৬ (নোঙরনিউজ) : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিমুক্ত রাজনীতি ও দখল-দুষণমুক্ত নদী টেকসই উন্নয়নের অপরিহার্য শর্ত।
রোববার বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন নোঙর আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘গণমাধ্যমকর্মীদের নদ-নদীর আলোকচিত্র প্রদর্শনীর’ উদ্বোধনকালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন করতে হলে নদীমাতৃক বাংলাদেশের নদী এবং রাজনীতি উভয়কেই দূষণমুক্ত রাখতে হবে।
বর্তমান বিশ্ব দারিদ্র্য, পরিবেশ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং জঙ্গি-সন্ত্রাসবাদ নিয়ে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশও এ চারটি বিষয়ে কাজ করে চলেছে। লোভ, ভোগ আর মুনাফার প্রবৃত্তি এই চারটি বিষয়ে সাফল্য এনে দিতে পারে।
হাসানুল হক ইনু দখল, দূষণ ও অপরিকল্পিত বাঁধ নির্মাণকে দেশের নদ-নদীর প্রধান সমস্যা বলে উল্লেখ করে সরকারের পাশাপাশি গণমাধ্যমকেও এ ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।
নোঙর চেয়ারম্যান সুমন শামসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, ঢাকা ট্রিবিউনের প্রধান আলোকচিত্রী সৈয়দ জাকির হোসেন ও আলোকচিত্রী শরীফ সারোয়ার প্রমুখ।
এবারের এ প্রদর্শনী চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে ২০ আলোকচিত্র শিল্পীর তোলা বাংলাদেশের নদ-নদীর বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে।