


বেনাপোল (যশোর), ২৮ এপ্রিল, ২০১৮ (নোঙরনিউজ) : গতকাল শুক্রবার থেকে বাংলাদেশে লম্বা ছুটি থাকায় বেনাপোল চেকপোস্ট দিয়ে হাজার হাজার বাংলাদেশি যাত্রী ভারতে যাচ্ছেন। অন্যান্য দিনের তুলনায় গত দু’দিনে এ চেকপোস্ট দিয়ে প্রায় দ্বিগুণ যাত্রী ভারতে যাচ্ছেন।
অন্য সময়ে প্রতিদিন বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই থেকে আড়াই হাজার যাত্রী ভারতে যেত। সেখানে গতকাল শুকবার ও আজ শনিবার সকালে প্রায় ১১ হাজার ভারতগামী যাত্রী দেশের বিভিন্ন এলাকা থেকে এ চেকপোস্টে এসে পৌঁছেছে। অতিরিক্ত যাত্রী আসায় সৃষ্টি হয়েছে জটের। ভারত গামী যাত্রীরা বেনাপোল চেকপোস্ট থেকে ভালোভাবে পার হলেও বিড়ম্বনার শিকার হচ্ছেন দু’দেশের নো-ম্যান্সল্যান্ড এলাকায়। যাত্রীরা অভিযোগ করে বলছেন, ভারতে প্রবেশ গেটে ধীরগতির কারণে তারা হয়রানীর শিকার হচ্ছেন। তাছাড়া এখানে রয়েছে একটি দালাল চক্র। এ দালাল চক্রের সদস্যরা যাত্রীদের নিকট থেকে টাকা নিয়ে আগে পার করে দেয়ার ব্যবস্থা করে দেয়ায় সাধারণ যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি তরিকুল ইসলাম জানান, ২৭ ও ২৮ এপ্রিল সাপ্তাহিক সরকারি ছুটি, রবিবার বুদ্ধ পূর্ণিমা, মঙ্গলবার মে দিবস, বুধবার শবেবরাতের ছুটি, আবার শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি দিয়ে সাত দিন সরকারি ছুটি রয়েছে। লম্বা ছুটি থাকায় অন্যান্য দিনের তুলনায় গত দুদিন এ চেকপোস্ট দিয়ে দ্বিগুণ যাত্রী ভারতে যাচ্ছে।
তিনি বলেন, ‘আমাদের (বেনাপোল) চেকপোস্টে সমস্যা না হলেও ইন্ডিয়ান সাইডে একটু সমস্যা হচ্ছে। অন্যান্য সময়ে প্রতিদিন এ চেকপোস্ট দিয়ে দুই থেকে আড়াই হাজার যাত্রী ভারতে যেত। সেখানে গতকাল শুক্রবার ৬ হাজার ৫শ’ যাত্রী ভারতে গেছেন আজ শনিবার ও সমপরিমাণ যাত্রী ভারতে যাবে।’