নাটকের উৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে স্পিকারের আহ্বান

0
500

ঢাকা, ৬ এপ্রিল, ২০১৮ (নোঙরনিউজ) : বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নাটক ইতিহাসকে তুলে ধরে-, নাটক হলো প্রতিবাদের ভাষা। নাটক সমাজের দর্পণ- নাটকের উৎসবকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে তিনি সংস্কৃতিকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব আই টি আই’র সভাপতি রামেন্দু মজুমদার, অভিনেতা মামুনুর রশীদ এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান।
শিরীন শারমিন চৌধুরী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাট্যচার্য সেলিম আল দীন (মরণোত্তর) এবং নাট্যজন সৈয়দ জামিল আহমেদ’কে সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক পদাতিক সম্মাননা-২০১৮ প্রদান করেন।

স্পিকার বলেন, ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালী সংস্কৃতি জনগণের কাছে পৌঁছে দিতে নাটক একটি শক্তিশালী মাধ্যম। অধিকার প্রতিষ্ঠার আন্দোলনসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে জনগণকে সম্পৃক্ত ও উদ্বুদ্ধ করতে যুগে যুগে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তিনি বলেন, সৈয়দ বদরুদ্দীন হোসাইন ছিলেন অসাম্প্রদায়িকতার প্রতীক। আজীবন তিনি প্রগতিশীল চেতনায় উদ্বুদ্ধ থেকে মুক্তিযুদ্ধের ধারক ও বাহক হিসেবে কাজ করে গেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এ ভাষা সৈনিক নৈতিকতার প্রশ্নে ছিলেন অটল ও অকুতোভয়।

এর আগে তিনি ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোৎসব ও স্মারক সম্মাননা-২০১৮’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পদাতিক নাট্য সংসদ এর সভাপতি সৈয়দ তাসনীন হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্য ব্যক্তিত্ব ম’ হামিদ, এনামুল হক এবং দেশ বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে