ঠেঙ্গারচরে যাত্রীবাহী জাহাজ বিকল

0
491

নোয়াখালীর হাতিয়াগামী একটি জাহাজ ২৮১ জন যাত্রী নিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে বঙ্গোপসাগরে ঠেঙ্গার চরের কাছে আটকা পড়েছে।

ঢাকা, ২০ মার্চ, ২০১৮ (নোঙরনিউজ) : কোস্টগার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট আসিফ মো. অনিক বলেন, এমভি মনিরুল হক নামের জাহাজটি ২৮১ জন যাত্রী নিয়ে সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে রওনা হয়।

জাহাজটি হাতিয়ার নলচিরা ঘাটে যাচ্ছিল জানিয়ে তিনি বলেন, বিকল ইঞ্জিন মেরামতের চেষ্টা চলছে। মেরামত হলেই তারা গন্তব্যের উদ্দেশে রওনা হতে পারবেন।

পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম থেকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে বলে তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে