সংসদে প্রথম সারির আসন ফাঁকা

0
899


সংসদের চলমান চতুর্দশ অধিবেশনে সোমবার শুরুতে সামনের সারিতে কয়েকজন সংসদ সদস্য থাকলেও সন্ধ্যার পর তা ফাঁকা হয়ে পড়ে।
রাত ৮টার পর অধিবেশন কক্ষের সামনের পুরো সারি (সরকারি-বিরোধী দল) ছিল ফাঁকা। সচরাচর এরকম দৃশ্য সংসদে দেখা যায় না।
সংসদ অধিবেশনের শুরুতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ ট্রেজারি বেঞ্চে কয়েকজন সংসদ সদস্য থাকলেও সংসদের আইন প্রণয়ন কার্যাবলীর পর পর তারা একে একে বেরিয়ে যান।
রাত ৮টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা শুরুর সময় নির্ধারিত ছিল। সামনের সারিতে সরকারি দলের অধিকাংশ সদস‌্য এই দুটি ফোরামের সদস‌্য।
রাত ৮টার পর সংসদে মন্ত্রিসভার সদস্যদের মধ্যে মাত্র তিনজন উপস্থিত ছিলেন। তারা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
রাত ৮টার পর সরকারি দলের সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য রাখার পরপরই স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সংসদের কোরাম না থাকার দাবি তোলেন।
এ সময় সরকারি দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে বলেন, ‘কোরাম আছে’।
পরে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, “নাম্বার ইজ সিক্সটি টু। কোরাম ইজ দেয়ার।”
আইনসভায় ৩৪৫ জন সদস‌্যের মধ‌্যে ৬০ জন উপস্থিত থাকলে কোরাম হয়।
বিধান অনুযায়ী, কোরাম সঙ্কটের বিষয়টি দেখার পর স্পিকার ঘণ্টা বাজিয়ে কোরাম পূর্ণ করার চেষ্টা করবেন। এরপরেও কোরাম না হলে স্পিকার অধিবেশন মুলতবি বা সাময়িক স্থগিত করবেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে