




পদাতিক দেশের একটি ঐতিহ্যবাহী নাট্য সংগঠন। দীর্ঘ ৪০ বছরের পথ-পরিক্রমায় পদাতিক অনেক মঞ্চনাটক, পথনাটক, বাংলাদেশের পালা-পার্বণ, একুশের সাংস্কৃতিক সম্মিলন, গুণীজন সংবর্ধনা ও স্মরণ অনুষ্ঠানসহ সাংস্কৃতিক উত্সব আয়োজন করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে জনগণের সাথে থেকেছে সবসময়। বন্ধু রাষ্ট্র ভারতের সাথে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান আদান-প্রদান করছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে পদাতিক তাদের ৪ দশক উদযাপন করতে যাচ্ছে। এই শুভক্ষণে পদাতিক প্রবর্তিত ‘কচি স্মৃতি সম্মাননা স্মারক’ দেওয়া হবে।
অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক আবদুস সেলিম, সহ-সভাপতি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, ঝুনা চৌধুরী, সভাপতি মণ্ডলীর সদস্য, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, হাসান আরিফ, সাধারণ সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও আহমেদ গিয়াস, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পথনাটক পরিষদ।
অনুষ্ঠানটি পরিচালনা করবেন শাহাদাত্ হোসেন নিপু ও ফারাহ দোলন।