উন্নয়নে অবদান রাখার জন্য সিএ পেশাজীবীদের প্রতি অর্থমন্ত্রীর আহ্বান

0
491


ঢাকা, ২৯ জানুয়ারি, ২০১৭ (নোঙরনিউজ ডটকম) : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ভিশন-২০২১ ও ভিশন-২০৪১-এর লক্ষ্য অর্জনের জন্য দেশের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অবদান রাখার জন্য চার্টার্ড একাউনটেন্টদের (সিএ) প্রতি আহবান জানিয়েছেন।
নগরীর হোটেল শেরাটনে সাফা’র পুরস্কার প্রদান অতিথির বক্তৃতাকালে তিনি বলেন, ‘আমাদেরকে আমাদের সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে সিএ পেশাজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিব। স্বাগত বক্তব্য রাখেন আইসিএবি’র সভাপতি আবীদ হোসেন খান।
উন্নয়নের জন্য দেশের সীমিত সম্পদ ব্যবহারের ক্ষেত্রে আর্থিক স্বচ্ছতা বজায় রাখা গুরুত্বপূর্ণ উল্লেখ করে মুহিত বলেন, গত সাত বছরে বাংলাদেশ বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউনটেন্টস (এসএএফএ) সার্ক দেশসমূহের বিভিন্ন তালিকাভুক্ত ও তালিকাহীন বেস্ট প্রেজেন্টেড এ্যানুয়াল রিপোর্ট (বিপিএ) পুরস্কার-২০১৫ এবং সার্ক এনিভার্সারি পুরস্কার প্রদান করেছে। ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানী, ম্যানুফেকচারিং, ফিনেন্সিয়াল সার্ভিস, আইসিটি ও এনজিও-সহ ১৩ ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হয়।
মোট ৪৬টি প্রতিষ্ঠান এই পুরস্কার অর্জন করেছে। এ ছাড়া ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা মেরিট সার্টিফিকেট লাভ করে।
অনুষ্ঠানে এসএএফএ সভাপতি এ এস এম নায়েম এফসিএ-ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে